যেতেই দাও না ওরে,
বেঁধো না মায়ার ডোরে।

নইলে পাগল-পারা,
হবে যে জীবন হারা।

জীবন ধারার আদি,
মন্দে ভালোয় নদী।

নিজেই মোহনা পরে,
নিজের বিলোপ করে।