খেলছি আমরা পুতুলএ সেজে,
খেলাচ্ছে যে সেই তো বোঝে-
কোন  সুতোটা  ছাড়তে  হবে,
কোনটি  বা ঠিক ধরবে ভবে?


চলার  পথেও  তিনিই  কাজী!
যতোই   তুমি   রাখো   বাজী,
খুলবে  না  হাট  আদেশ ছাড়া,
ভাঙ্গবে তোমার দাঁতের গোড়া।


এমনি  ভাবেই  চলবে  খেলা,
একদিন    শেষ   সন্ধ্যেবেলা-
হাটবাজার   ওই   বন্ধ   করে,
যাবেই     শান্তি    পারাবারে।


@@@@@@@@@@@@@@@@@


*** লেখাটি কবিবর 'এম.এইচ. শ্রাবণের'
এক‌টি কবিতার মতামতে লেখা হয়েছিল,
তাই তাকেই উৎসর্গ করা হলো।