জামাকাপড় তেমন জবর
সবার কি আর থাকে!
পরার মতো হচ্ছে সেতো;
বোঝায় কে তা মাকে?


"যাচ্ছিস বলি শহরতলি
একটু ফিট না হলে,
বলবে তারা ছন্নছাড়া
ভিখিরিদের দলে!"


বলি,"জাগো, শোনো মা গো
গরিবি তো নয় পাপ,
আমার যা নেই তার জন্যেই
কেন এ মনঃস্তাপ?


বলতো দেখি, ভাবলো কে কি?
যদি ভেবেই ফেলি,
ভাবার লোকে মরবে শোকে
খুুঁজবে মাখন জেলি!"


এবারে মা করলো ক্ষমা
জুড়লো বেদম হাসি,
"তোকে যে সুখে রাখতে বুকে
এজন্য ভালবাসি।"