একটা বুনো গাছের লতাপাতা বিছানায়,
একটু মটকা মেরে নিচ্ছিলো অলসতায়,
আদুরে খেঁজুর রসের শীত, নিসঙ্গতায়,
আকাশে এখন ঝলকমাত্র আবছা রোদ...


একদিন বিলাসী ঘরটায় আলো জ্বলতো,
কখনও উৎসবে পুজোর শাঁখও বাজতো,
সেই যখন থে‌কে খুড়োর নাতবৌ থাকতো,
আজ দূরসম্পর্কের, নেই কোনোই বোধ...


দিন গেছে, গেছে কত বোবাকান্নার রাত,
ঘরের দখল আজ অপার্থিব ভারে কাত,
নাত বউরা ফ্লাটে...স্ত্রীর পত্রে মৃত হাত,
ঠিকানা বদলে মালিকও একদিন গত....


এখন অনেকের মুখেই প্রচার শোনা যায়,
শেষের ছবিতে ছিলো মৃতদেহ পাহারায়,
পুলিশের আবিষ্কার, দুর্গন্ধের কিনারায়,
জমি তো লক্ষ্মী, ভূত ভাবনাও অস্তমিত...