হাসিখুশী মানুষটা হারিয়ে যায়,
অজানায়,
কিছু কথাও বলতে হয়তো চায়,
কবিতায়।


দুই পৃথিবী; মাঝে ফারাক অনেক,
মোতাবেক।
বিশ্লেষণেও মেলে না ছায়া বারেক,
দুই রেক।


তবু সৃষ্টি আসে, আসে ভাবধারা,
ফুল তোড়া,
জানি নে আদি, বৃথা সন্ধান করা,
সেই  সাড়া।


লেখক আর লেখা  মাঝে এক নদী,
রাখে ভাঙ্গাগড়া যদি ...