কলমে লিখতে গেলেই কালির প্রয়োজন,
জলের কথাগুলো নিমেষে লিখতেও-
সেই চোখ কোণে অফুরান কালি!
খালি পাতাটা ভরতে তবু চাই।
একটু রঙিন বুক, উৎসুক ;
এক লাটিম ঘোরা মনে।
কখন কেইবা জানে?
গোলাপ দখলে,
এই বিজনে,
দাঁড়িয়ে,
দেখি,
সে।


তবু জলের কথা কিন্তু আজীবন নীরবতা।