জলের এই জ্বলন  সইতে পারেনা আঁখি,
যাওয়ার ক্ষণেও  চাতক মন বৃষ্টি খোঁজে!
সুরা  ছিলো, সুরও  ছিলো - সবই ফাঁকি
জলের এই জ্বলন সইতে পারেনা আঁখিি!
দৃষ্টি আমি  কোন  সাহসে  সজল  রাখি?
হতাশ চোখের ভাষা কেইবা আর বোঝে!
জলের এই জ্বলন  সইতে পারেনা আঁখি,
যাওয়ার ক্ষণেও চাতক মন  বৃষ্টি খোঁজে!