সুখ-পিঞ্জরের আশায়
ভালোবাসা হোঁচট খায়
কঠিন হাড়ের পাঁজরে...


ঘর বাঁধে না যাযাবর
মাথা খুঁড়ে নিশাচর
এর দ্বারে নয় অন্যঘরে...


এক পৃথিবী প্রশ্ন কেন
বৃত্তটা সাজাই যেন
ভেঁপু বা সাইরেন ভারে...


আবারও একটু সুখ
গভীর রাতে উজবুক
হয়তো বিষ্ফোরণের পারে...