রাতভর বোধের জানলা খোলাই রাখি
তবুও রাত নির্ঘুম
রাতে উঠলে জানলায় চোখ রাখি
ভালো লাগে খোলা বাগানে
চাঁদের আলোর রাত ফুরোনোর পালা
দিনের আলোয় লুকিয়ে থাকার জায়গা খোঁজা...


তখন ভোরের আলো প্রায় ছুঁইছুঁই
রাস্তার আলো এখন পাঁচটায় নিভে যায়
দূরে দুটো ছাতার পাখি ঝগড়া করছে
এই সময়ে মনের পরদা খোলামেলা
একটু বাদেই প্রাত্যহিক হাঁটার প্রস্তুতি চলবে
একটা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলাম...


আবারও কেউ আক্রান্ত হলো
এখন চলবে দরজায় দরজায় ঘোরা
এটাই এখন সেরা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স
এখনো প্রাণ আছে তাই চলছে লড়াই
এভাবেই এটা কেমন যেন গা সহা হয়ে গেছে
সেই রাক্ষসের রোজকার প্রাণ নেওয়ার মতই...


যোগেশের সাজানো বাগান কেন যে শুকিয়ে গেল?
আর্থসামাজিক ব্যবস্থা ছেঁড়া ন্যাকড়া
বোধের জানলা খুলে, আর কতকাল!
একদিন হয়তো আমাকেও
কপাটটা বন্ধ করতেই হবে, এমনি সকালে
অপেক্ষায় থাকবে সোনার মতো খাঁটি, মাটি...