আতশবাজির মতোই কিছু কিছু বোধ-
মেঘলা অমার তারা;
দরজা ভেঙে বেরনোর সাহস নেই,
বা, নেই ঘরে বসে সহ্য করবার মুরোদ...
অপছন্দ হওয়া পাত্রীর যেমন!


মুক্তিস্বপ্নে বিভোর কাপালিক
কপালে টিকার সাথে চিন্তার ভাঁজ নিয়ে আসে,
ইচ্ছে এমন কিছুই বেশী নয়,
মীনের মতোই জলের গভীর হতে
উঁকি মারা, পাছে ধরা পরে...


এই সেদিনও ঘরের আলসে বরাবর
সৌরঝড়ে তারাদের চকমকানি,
তারামণ্ডলকে ভাবিয়ে তুলেছিল বলেই না
কলকবজার প্রতিদ্বন্দ্বিতায় দিন কেটেছে;
ফল একটাই, কি হবের বদলে-
কি হচ্ছে দেখে যাও...