ধরো বই,ধরো বই,
ওইটাই হাতিয়ার।
কলম কলম হোক
হোক খোলা তলোয়ার।


নেটেতে বন্দী নয়
চোখ খোলা রাখ আজ,
বইয়ের দখলেই
রেখে দাও এ সমাজ।
বানাও বন্ধু তাকে
আপন এক্তিয়ার।
ধরো বই, ধরো বই,
ওইটাই হাতিয়ার।


ভয় নয়, ভয় নয়,
হও তুমি দুর্বার,
মনে রেখো জীবনটা
নয় সুখী দরবার।  
আকাশ বাতাস করো
প্রতিবাদে তোলপাড়,
কলম কলম হোক
হোক খোলা তলোয়ার।।