বাতাস দোলা         জানলা খোলা
          উপচে পরা আলো,
উথল মনে            যে দাগ আনে
        সে দাগ লাগে ভালো।


ভোরের শীতল          সমীর সচল
         হঠাৎ মনের কোণে,
নয়ন জলে              মনের তলে
       হিমেল জালটি বোনে।


কাশের বাওয়া      মাতাল হাওয়া
        দুলছে দোদুল দোল,
শিউলি গন্ধে          গাই আনন্দে
       'রা' পায় না যে বোল।


আজও হেসে         দেয়াল ঘেঁষে
         হয়তো এসে উমা,
"আয়,নারে মা!      এবার ঘুমা।"
         বলবে দিয়ে চুমা।