বিলাসিতা কিনা ভেবে যাই
দিবাশেষে সন্ধ্যা-উপভোগ খোঁজে ঠাঁই
নীড়ে ফিরতে চায় সব পাখিরাই,
রাত কাটা‌নোর জন্যেই হয়তো বলবেন...


উথলে ওঠা জীবন নদীও হায়!
বেলাশেষে কালসমুদ্রে মিলে যেতে চায়
হাপরের ক্লান্তি অসহ্য লাগায়,
যখন ফুরিয়ে যায়  সব লেনদেন...


হয়তো আজও সেই পথ দিয়ে,
অনাদরের অপেক্ষায় দুহাত বাড়িয়ে
আরও একবার আঁধার বিছিয়ে,
বসে থাকা আমার একা - বনলতা সেন...