নিম্নচাপে পৃথ্বী কাঁপে
হিসেব পত্র বলে,
ভিন্নপথে ভিন্নমতে
হাওয়ায় যায় চলে।
তপ্ত রোদে বিষের গোদে
বিষফোঁড়ারই মতো,
গরম লু'য়ে পড়ছে নুয়ে
মানুষজন যতো।
খরায় জমি চারণ ভুমি
হচ্ছে ফুটিফাঁটা,
আলের ধারে ইঁদুর মরে
ঘন শেয়াল কাঁটা।
জষ্টি গেলো বৃষ্টি পেলো
পর্দানশিন রূপ,
আষাঢ় এসে দেখায় দিশে
থাকে না ব্যাঙ চুপ।
মাটির মন পাইনা এখন
বৃথাই খুঁজে যাই,
বৃষ্টি এলে সুযোগ মেলে
গন্ধে মালুম পাই।
জষ্টি> জৈষ্ঠ্য (কথ্যরূপ)