বলতে কি পারো?
এক‌টি বটগাছ শিকড় সমেত,
কতটা বেগে ঝড় হলে?
তবেই না উল্টে যেতে পারে!


কিংবা এক‌টি খোলস সমেত
কর্দমাক্ত কচ্ছপ,
শ্বাসে কতটা ঘাটতি হলে?
তবেই না মরে যেতে পারে!!


মনে পড়ে যায়-
এক‌টি বিদ্রোহ, সেই একবারই,
উন্নত মস্তকেও, বিশাল একটা -
চক্রান্তের শিকার হয়েছিল!!!


তেমন ঝড়, কষ্টকর শ্বাসরোধ,
কিংবা কৌশলের জের,
কিন্তু আজ আর দেখি না।
জানি না হয়তো সত্যিই -
দেখতেও চাই না???