টাইম মেশিন বেশ দারুণ ভাবেই
পাল্টে দিয়েছে এই কালের আইনস্টাইন,
বদলেছে বুকলিস্ট, সিলেবাস
বোঝা অনেক বাড়লেও নম্বর তোলা সোজা।


স্কুলের বয়স হাওয়ায় বেড়েছে বলেই
লাইব্রেরীতে দেয়াল রংচটা,
আড্ডা গভীর হলেও পড়ুয়া ছাত্র নেই,
মোবাইলেই খেলার জগৎ।


আঙ্গুল ঘুরিয়ে বিশ্ব পরিক্রমা অনাবশ্যক;
গুগলের ওঠানামায় দুনিয়ার তাপ,
দেয়ালে মাঝেমধ্যে স্ক্রিনশটের ঘনঘটা,
ধোঁয়া ওড়ানো কদমছাট তরুণ!


থ্রি-ডাইমেনশন প্রোজেক্টের থ্রিলার,
স্নাপচ্যাটে প্রিয় বান্ধবী,
যাত্রাপথে রকেটের ছোটাছুটি;
তবুও বটগাছটি এখনো অটল।