রোদটা লুকিয়ে ছিলো
আকাশেরই কোলে,
মেঘের সখ্যতা ভেঙে
ওঠে নি সে জ্বলে।


তবু ফুলের ডাক শুনে
গাছের কাছে এলো,
নইলে যে তার রান্নাঘর
খালি পড়েছিলো!


রোদ বৃষ্টি পাল্লা দিয়ে
ক্ষেত ভরিয়ে দিলো,
ফের সুয্যি উঁকি মেরে
মাঠের পাশে গেলো।


সবার মন রাখতে ভালো
নানান রকম কাজে,
রোদের খেলা হাজির হয়
সকাল থে‌কে সাঁঝে।


********
কবিবর আল-আমিন রানার ০৮/০৩/২২
এ লেখা কবিতার মতামতই আজকে এই
লেখার প্রেরণা। লেখাটি তাঁকেই উৎসর্গ
করলাম।