সক্কালবেলা,
বাবার মেজাজ তুঙ্গে, মাও অসহায়।
"এভাবে শুয়োর পোষাটা সম্ভব নয়।"
দরজা বন্ধ হলো। হতাশ মা বললো,
"গোঁয়ার মানুষটাকে তো তুই জানিস,
আমার আর কিছুই করার নেই বাবা।"


দুপুরবেলা,
ইন্টারভিউ বেশ আশাপ্রদ .দিলাম।
তবু বোর্ডে শুনলাম, "মিষ্টার মিটার,
আয়্যাম সরি,নেক্সটে ফের ট্রাই নিন,
এবারে জি.এম.এর ক্যাণ্ডিডেট আছে।"


সন্ধ্যাবেলায়,
প্রেমিকার কলমে, "জীবন! মোহ ছাড়,
বাঁচার জন্যই শুধু বাঁচা দরকার -
সেটা মনে রেখো। সিঁদুর রাঙা পথের
মাঝে শান্তিনিকেতন, ফালতু ভাবনা।"


রাত্তিরবেলা,
চুল্লু ঠেকে বসা বন্ধু সবাই হাজির।
"দেখ বাবা, বিনি পয়সায় মাল রোজ
কেউ খাওয়াবে?  ফেল কড়ি মাখো তেল,
আমি কি তোমার পর!  দুঃখিত রে ভাই।"


গঙ্গার পারে,
শূণ্য জগতে, শূণ্য পকেটে, শূণ্য মনে।
বন্ধু সুমনা ; "এই যে ওঠো জীবন দা,
খাবার এনেছি গো খেয়ে উদ্ধার করো।
চলার মধ্যেই বাঁচতে হবে তোমায়,"


এই কি সেই "Lady with the lamps?"
ওকে নিয়ে কিছু স্বপ্ন দেখি নি কখনো।
তবু শুরু হলো নয়া পথে যাত্রা আজ,
শুধু সেই কথা, 'জীবনের জন্যে বাঁচা।'


আহা...
চলার মধ্যেই বাঁচাতে হবে সবার।