এক) অবগুণ্ঠিতা


রৌদ্র ছায়ায় খুঁজলে নিশানা,
লজ্জা মাখা ঘোমটা ঢাকা বাংলাদেশের মা।


দুই) উপমা


কাব্যধারার সকল উপমা,
অশ্রু হয়ে ঝরে পড়ে কেউ তা দেখে না।


তিন) আলেয়া


গর্বভরে দেখছো মহিমা,
মায়ার খেলায় শূন্য হবে কিছুই রইবে না।


চার) তৃতীয় চোখ


নির্বোধ তাও নয় কী সুনিপুণা,
সকল বোধের উর্ধ্বে রয়েছে মনের চশমা।