আয়লো পয়লা বোশেখরে আয়
চৈতি রাত ওই বলে,
আয় বোশেখী ঝড় নিয়ে আয়
ঠান্ডা শীলের জলে।


আম কুশিতে মন মজানো
মাটীর ধূলো মাখি,
কচিকাঁচার আম কুড়ানো
আনন্দতে দেখি।


হাটবাজারে সোঁদা গন্ধ
ভাবতে ভালো লাগে,
গরুর গাড়ির চাকা বন্ধ
কাদার দুর্বিপাকে।


পয়লা বোশেখ মেলে ধরবে
নতুন খাতার হাল,
মণ্ডা মিঠাই খাবার লোভে
ছুটবে ছেলের পাল।