গতবছর চৈত্রসেলে হঠাতই -
ঘাড়ে হাত রেখে কেউ কিছু বললো,
অমনি ছুটে এসেই একজন আমার দখল নিলো,
আমি নাকি বিক্রি হয়ে গেলাম।
একেই না বলে সেল...


এবছর চিত্রটা একদমই ভিন্ন,
আমি বসে আছি একদমই একা একা ঘরে,
টিভিতে নিউজ চ্যানেলে সেই আনন্দ,
অসংখ্য মৃতের হদিশ পৃথিবী জুড়ে,
চৈত্রসেলে এখন মৃত্যু মিছিল...


ভীড়ের অভাব আজও নেই,
শুধু ওরা ভুলে গেছে কাঁধে হাত রাখা,
আমি কিন্তু সেই পশরাই রয়ে গেছি,
ভাবছি বসে, কে আবার দখল নিলো?
যাবার সময় কি হলো...


*** লেখাটি ১৩/০৪/২০ তেই দেওয়ার
কথা। সম্ভব হয়নি বলে আজ। বিদায়ী
বর্ষের ইতিকথাও বলা যায়।