এক) বাঘের ঘরে ঘোঘের বাসা


সমালোচকেরা নিয়ম মানে না,
ঘুঘুর বাসায় করে আনাগোনা।


দুই) কে যাবি পারে ওগো তোরা কে


মাটিতে পাতা হলে বিছানা,
মায়ের কোলে শেষ ঠিকানা।


তিন) আজকে যে রাজা উজীর...


জীবন না রেখে ঋণ - জমা পুঁজি করে শোধ,
যে গাছ দিয়েছে ছায়া, একদিন কুড়ায় রোদ।


চার) হৃদয়ের কথা


না বলা কথা জোনাক আলোর ভীড়ে,
উথলে উঠলো বুকের প্রদীপ জ্বেলে।


পাঁচ) কে গো অন্তরতর সে


মন বোঝেনা চোখের লেনাদেনা,
চেনার মাঝেই পরম জানাশোনা।


ছয়) সই বিহনে মন উচাটনে


ও ললিতে দে না বলে কোথায় আমার সই?
সই বিনে ও যমুনা কূলে একেলা কেমনে রই!