চলার পথ বহতা নদী,
মুক্তি চায় সে নিরবধি।
উছল হাওয়া,
এগিয়ে যাওয়া,
পথে বাধা না পায় যদি।


ধরণী যদি চঞ্চলা হয়,
প্রেম প্রকৃতি চতুর্দোলায়।
তাল বেতালে,
দোদুল দোলে,
অশান্ত বাজ জীবন ভুলায়।


বিপদ বাধা নিত্য আসে,
কূল বরাবর নৌকো ভাসে।
বাঁক বদলে,
খেলার ছলে,
যাবেই নদী সাগর গ্রাসে।