সূর্যের তেজে গ্রীষ্মের প্রচণ্ড দাহ।
চেয়ে দেখ, তবুও পথের ডাকে
মুক্তির আশ্বাসে কত না মানুষ!
নানা ছন্দে আর নানান কাজে
ওদের ক্রমাগতই এগিয়ে চলা।
সামনেই ওদের পেরোতে হবে
অনেক ভয়ঙ্কর আর দুর্গম পথ,
সাথে আছে দুর্নিবার খরতাপ।


মানুষের মিছিলে সবার সাথে
কখনো কি হেঁটেছ, বন্ধু আমার?
যদি না হেঁটে থাক-জেনে রেখো;
কিছুতেই মুক্তি কিন্তু মিলবে না।
হাঁটতে তোমাকে হবেই একদিন,
আলোময় ভোরে, নয় অন্ধকারে।
তাই আজ সময় থাকতে থাকতে
পারো যদি কদমে কদম মেলাও।


নইলে একদিন যে ইতিহাস হয়েই,
সবার কাঁধে ভর দিয়ে চলবে তুমি।
সক্কলে মিলে যেখানে তোমায় নিয়ে
মিছিল করবে। দেখবে, ওরা হেঁটে
চলেছে, শব চলবে তুমি চলবে না।
তপ্ত ধুলিকনাও ছাড়বে না তোমায় ;
নিজেকে লুকােলে। সে সময় কিন্তু
অার বেশীদূরে নয়,খুব কাছাকাছি।


এখনো সময় থাকতে নেমে হাঁটো
সবাকার মাঝে। বোঝ পরিতৃপ্তি,
আর খোঁজ আপনার মমত্ব বোধ,
আজ এখন তুমি দাবদাহে আছো,
আর আছে নতুন পরিক্রমার টান।
হাঁটতে শুরু করলে তখন দেখবে,
সামনে সব পথই সরল মনে হবে।