একবার যখন পথেই নেমেছো
ঘন আঁধার অতিক্রম করে
এগিয়ে চলো পারাবতের মতোই।
যদিও জানি,
বারবার কেউ পিছন হতে ডাক দিয়ে যাবে,
এগিয়ে চলো সে ডাকে সাড়া না দিয়েই...


এতোদিন তো চোখ মেলে দেখেছো
চারদিকে কেমনভাবে জ্বলছে
অনুণ্নত ঘরপোড়া মানব মানবি,
শুধুমাত্র বাঁচার আশায়ও
যাদের মেলেনি এতটুকু তৃষ্ণার জল।
তাই বলবো,
সুযোগ পেয়েছো যখন এগিয়েই চলো,
দেখবে পথও এগোচ্ছে তোমার আশায়...


তোমার সমস্ত জ্বলনের অভিজ্ঞতা
সুযোগ যখন এসেছে সাজাও থরে থরে,
কখনোই কোনো অযাচিত মরুঝড়ে দেখো,
নিভে যেন না যায়
তার দাহিকা শক্তি ক্ষনিকের জন্যেও!
ওটাই আগামী পথে তোমার চলৎ শক্তি...