পিঠ না ঠেকলে দেয়ালে,
পরবে কি আর খেয়ালে?
চোখের সামনে বাজারে-
শতে'র মালও হাজারে।

ইচ্ছে মত তোলা তোলা,
হচ্ছে বেশ খোলামেলা!  
দেখেও কেউ দেখে না-
পিঠ বাঁচানোয় সেয়ানা!

চলে যদি গোলাগুলি,
একদম খোলাখুলি,
ঠেকবে পিঠ দেয়ালে-
টনক নড়ে খেয়ালে।

কারণ খুঁজতে গেলে,
হঠাৎ কেন বেহালে?
একটা কথাই মেলে,
ভাতের জন্ম চালে।