ফাগুন ধারায় আগুন ছড়ায়  তরল মনে,
বসন্ত  বায়  দিগন্তে ধায়  ফুলেল  প্রাণ।
ভরা যৌবন দেখে মৌবন, প্রমাদ গোনে-
ফাগুন ধারায়  আগুন ছড়ায় তরল মনে!
প্রান্ত খোয়ায়  শ্রান্ত ছায়ায় সুরের  টানে,
সন্তাপে হায়  অন্তিমে  হয় জীবন  দান।
ফাগুন ধারায়  আগুন ছড়ায় তরল মনে,
বসন্ত  বায়  দিগন্তে ধায়  ফুলেল  প্রাণ।