সেই ছেলেবেলা হতেই
শুনে আসছি ছেলেটা বড় ভালো!
কিম্বা কখনও লোকটা খুবই বাজে!
ধারণা ছিলো না আড়ালে থাকা যুক্তিগুলো।


এরপর কিছুটা দেখে বা কিছুটা ঠেকেও
হাল ধরতেই হয়েছে পাল ছেড়ে,
তরতরিয়ে সাগরের দিকে নৌকো,
দায় সামলে এখন অনেকটা আড়ালই মুক্ত!


আজ আমিও যখন সংসারে অতিথি
হাল বা পাল কেউ আমায় তোয়াক্কাই করে না,
নিরালায় বসে বসে শুধু ভাবি, আজও কেন
বুকের মধ্যে ভালোমন্দের দ্বন্দ্বটা ছন্দে আসে না?