একটা সময় ভোরের বেলায়
এই দিনেতে মহালয়ায়-
গঙ্গা হতে স্নানের পরে,
মিলতো আকাশবাণীর মোড়ে।


ঢাক বাজিয়ে শঙ্খ ফুঁকে
যেতো ষ্টুডিও ঘরে ঢুকে,
চণ্ডীপাঠে বিরূপাক্ষ-
ছিলো সবার আসল লক্ষ্য।


সঙ্গে নানান গানের সুরে,
জাগতো সবাই এদিন ভোরে!
বেতার জগৎ করতো প্রচার,
চিন্তা তখন 'চারটে' বাজার।


সেসব শিল্পী হিসেব মত,
এখন প্রায় সকলে গত।
তবুও আজো সে সুর বাজে,
নইলে মন বসে না কাজে।


ঊনিশশো দ্বিত্রিংশতিতে,
যাত্রা শুরু 'সেই অতীতে'।
সে ট্র্যাডিশন আজো বইছে,
চিরাচরিত সুরে চলছে।