এখনও চলছে চন্দ্রগ্রহণ,
লাজুক চন্দ্রমূখী হাল ছেড়ে দেছে,
পূর্ণিমার আলোও নিভু নিভু।
ওদিকে আবার তাণ্ডবে নিম্নচাপও,
তার উপরে বাইরে এখনো দলবেঁধে -
পরিযায়ীর তকমা নিয়ে।
মোটের ওপর পরিস্থিতি অনুকূল নয়,
কিছুটা মাথাগোঁজার ভয়...


কেউ কেউ উপভোগও করে ঘটনাটা।
অবশ্যই স্ট্যাটাস বিচারে এরা এগিয়েই...
আমি বলছি আমজনতার কথা,
এদের দুচোখজুড়ে ভয়,
আগে গ্রহণান্তে স্নান করতেও যেত ওরা,
এখন আনলক পরিস্থিতির কব্জায়-
শান্তির জল জোগাড়ে ব্যস্ত,
ছিটোবে মাথায়...


অথচ এতো ভাবনা কিসের জন্যে?
গ্রহণ তো কেটেই যাবে-
নির্দেশিকার পূর্ণ সময় মেপেই।
মজার ব্যাপার হলো,
এই চিরন্তন সত্যটা এরা আর বুঝবে কবে,
গ্রহণ কেটে গেলেও,
আর কতকাল পরে এরা আলো পাবে...