এক) অবসরে

জানালা খুলে মনটা চলে
সুদূর সীমা পারে,
রহস্য তার অসীম অপার
রয় না এ মন ঘরে।

দুই) উল্কাপাত

নিঃস্ব মন আজো হায়
কালো মেঘে তারা,
না পাওয়ার বেদনায়
ঘেরাটোপ ছাড়া।

তিন) পরিপূরক

আনন্দেও জল ঝরে
দুখে বারিধারা,
সুখদুঃখ পরস্পরে
রেখে হয় সারা।

চার) লড়াই আজীবন

তপ্ত উঠোনে কষ্টের সাথে
রাখতেই হবে পা,
হাসিমুখে এই জীবন প্রভাতে
লড়াই চালিয়ে যা।