এক) গাছেদের কান্না


গাছের কান্না যখন শোনে
দেরী হয়ে যায়,
তাইতো সবাই প্রমাদ গোনে
করে 'হায়! হায়!'


দুই) পড়ে পাওয়া চোদ্দআনা


ওঝাও জানে
করার কিছুই নেই,
তাও যা আসে
সেটুকুই চুষে নিই।


তিন) সুজন কোথা


বিরহী আঁখির কান্না ছাড়া
দেবার কীই বা আছে?
আজকে আমি যে মনিহারা
বলবো তা কার কাছে!


চার) বল রে নও জোয়ান


দিগন্তে  ওই  মানবতা  খুঁজে   মরি,
মুক্তিকামী জিগির তুলে জীবন স্মরি,
সত্যদ্রষ্টা  আজও  কারাগারে  বন্দী,
বলো যুবাদল,'আমরা কভু না ডরি'।


@@@@@@@@@@@@@@@@@


***এই লেখাটি ২৪/০১/২২ এ কাউকে না
কাউকে  দেওয়া মতামত  নিয়ে গঠিত। তাই
তাদের সব্বাইকেই এটি উৎসর্গ করলাম।