এক) ছেঁড়া তমসুক


চাওয়া পাওয়ার জটিল অঙ্ক
মিলবে না কোনদিন,
ফাঁক রইবেই মূলে অসংখ্য
দাসখতে লেখা ঋণ।


দুই) গোষ্ঠী আক্রমণ


বেওসা আমার চমকে চলে
ঘুষের দখল নিয়ে,
ভাগবাটরা নেতার দলে
লজ্জার মাথা খেয়ে।


তিন) জেগে ঘুম


কাটছো দেদার কাঠ,
বন তো গড়ের মাঠ,
অম্লজানে ঘাটতি?
নেতার দলেরা লাট!


চার) জাগুক প্রাণে


শিক্ষা করুক আঘাত কালোয়
নয়তো দীক্ষা বৃথা,
সময় থাকতে ভরাও আলোয়
দেশপ্রেমের কথা।