এক) মাথার উপর জ্বলিছেন রবি


সরল সোজা ব্যথার বোঝা
এলেও বন্ধু জানবে,
দয়াল প্রভু ঠিকই তবু
পথের হদিশ আনবে।


দুই) দেখে কদম বাড়াও


উপযুক্ত মানে করো
ঠিক যা করতে চাও,
নইলে গতি ভঙ্গে মরো
চলবে না এক পাও।


তিন) হরির লুটের বাতাসা


নেতারা এক গাঁট,
ভাগ বসাবার ভাট;
দিচ্ছে বটে নিচ্ছে লুটে
সরকারেতেই সাঁট।


চার) কড়ির হিসেব


মাটি জল মেঘ
মেঘ জল মাটি,
এটাই উদ্বেগ
অতি পরিপাটি।