এক) পুনর্মূষিক ভব


বস্ত্র থেকেও বিবস্ত্র
সভ্যতার নবগোত্র,
শরমে বালাই নেই
নবসূত্র জঙ্গলেই।


দুই) অর্থে স্বভাবহানি


টাকার গরম নষ্ট ধরম
সৃষ্টি ছাড়া বদহজম,
জীবনের বোধ হলো নির্বোধ
চোখের চামড়া, বেশরম।


তিনি) আত্ম অহংকার


ঈশ্বরের তৈরি বাগান
অনেক যত্নে গড়া,
আমরা সেটা জটিল করে
ধরাকে ভাবি সরা!


চার) পেয়েও হারাই


কখনোসখনো মানুষও 'মানুষ' হয়
সেসব দিন  খুঁজতে  চশমা  লাগে,
নীচ প্রবৃত্তি! আড়ালেই  ডুবে যায়
ইতিহাস চলে, কঙ্কাল পুরোভাগে।