এক) জ্বলন


আগুন জানে জ্বলতেই বটে
নেভে না কোনো কারণে,
জ্বালানির যদি অভাব ঘটে
জ্বালাবে  হৃদয়াসনে ।


দুই) বেওয়ারিশ


মধ্যবিত্ত চলেন নিত্য
সাবধানে পা ফেলে,
অর্দ্ধ-সিদ্ধ জীবন সত্য
এইকথা যায় বলে।


তিন) বাঁচার মন্ত্র


ঝরে গিয়েও যেটুকু থাকে-
সামালেই রাখি তাকে,
ভালোবাসা আমার আশা
বাঁচাবে দুর্বিপাকে।


চার) অভিসারিকা


অভিসারে যায় বিরহী রাধিকা
শ্যামসুন্দর লাগি,
চমকায় মধু বাশরীতে কেকা
কেমনে বলো বা জাগি?