এক) মলিনতা


সময় যখন থমকে বেড়ায়
মায়ার বাঁধন  দৃষ্টি এড়ায়,
সৈকতাবাস  হারায়  মধু -
  দীর্ঘকালিন নির্জনতায়।


দুই) বাকরুদ্ধ


আমলাতন্ত্র ভুতেরমন্ত্র
  তবুও তাই চলছে,
দেশাত্মবোধ কণ্ঠরোধ
  নেশায় সব ঢুলছে।


তিন) সনির্বন্ধ


ময়নামতী মন কেড়ে নেয়
ইচ্ছেমতোই সুরভি ছড়ায়,
প্রজাপতি ডানা মেলে দেয়
হৃদয়তন্ত্রে  আগুন  ধরায়।


চার) চলনধারা


জন্মদিনের বয়স বাড়ে
   মৃত্যুদিনের কমে,
এই নিয়েই  চুপিসারে
  থাকা এ ধরাধামে।