এক) খেলা যখন


আগুন জ্বালাবে জ্বালাও
ইন্ধনে চোখ রাখো,
বুঝেশুনে খেলো ঢালাও
সাবধানেতে থাকো।


দুই) কে বা কার


তেল তো নেতারাও মাখে
ভোটের ঘন্টা বাজলেই,
তেলাবাঁশ টপকেই দেখে
ছায়াপথে কেউ নেই।


তিন) দিনান্তে


একদা দিনান্তে প্রেম তো যাবেই উবে
আমি ধীরে আস্তুরণ সংসার সাগরে,
তুমি আমি বোধও যাবেই যাবে ডুবে
পোশাক বদল করে কালের নজরে।


চার) তবু আজও


জাতপাত নেই রক্তের বোধে
মাতৃ দুগ্ধ সমান হয় স্বাদে,
এক ভাষাতেই শিশুরা কাঁদে
শুধু আমরা জাতের ফাঁদে।