এখনকার কোনকিছুই কারণ ছাড়া হয়না,
মোটামুটী বছর দুয়েক পরে-
স্কুল কলেজ খুলছে,
সামনেই সরস্বতী পুজো,
এটাই মোক্ষম সময় ভয় কাটা‌নোর,
কিছুটা রমরমা তো চলবেই আয়োজনে...


তবে হ্যাঁ,
কোভিড বিধিনিষেধ ভুললে চলবে না!
ঠাকুর মাস্ক পড়বে,
প্রসাদ রেডি হলে কিছুটা ছাড়।
পুরুত মাস্ক পড়বে,
মন্ত্র তো অনলাইনে- শুধু ক্যারিকেচারই চলবে...


এখন বই পড়া বাদ অনলাইনেই পড়া...
তাই এখন কোনো বই নয়,
মোবাইল পুজোটাই বহাল হবার পালা,
আর অনলাইনের তলায় তলায়, আহা!
ভোটাভুটীর লাইন! বাঃ!
কিছুটা তো এগুলোই, ফাইন...


@@@@@@@@@@@@@@@@@@@
**** কোলকাতা পুরসভার ভোট ঘোষিত হতে
না হতেই চটজলদি স্কুল কলেজ খুলে গেল।