এক) অকপটে


বেহালায় ছড়,
চোখের কোণায় অথৈ জল-
নেইতো কোনো ছল।


দুই) ধুসর পাণ্ডুলিপি


তুষারপাতের ঝড়-
সাদা পাইন বনের বাস,
হিমিকা নজর।


তিন) অলাত চুম্বন


হাতুরির ঘা
হাপর বলে দেখে যা,
অলাত চুম্বন।


চার) ছায়াবীথি তলে


বনবীথি তল,
কপোত কপোতীর দল,
বিরামে সচ্ছল।