এক) নির্ঝর


   জীবন বয়ে যায়,
ঢেউ তুলে নিম্নধারায়,
   নির্ঝরিনী প্রায়।


দুই) পথের ক্লান্তি


    সামাজিক বন্ধন,
জটিল কোরে এ জীবন,
    মোহনায় পতন।


তিন) আলোর দিশা


     সাঁঝতারা ওঠে,
চন্দ্রিমায় জ্যোৎস্না ফুটে,
     আঁধার কাটে।


চার) খেয়া যখন


    আজ নীলিমায়,
স্বস্থান বুঝে নিতে চায়,
    'ডাক' চমকায়।


                   ৫/৭/৫ মাত্রায় গঠিত