এক) অধীনে


ঘুড়ির সীমানা,
সুতোর নাগাল ছাড়ে না,
কব্জি মানে না।


দুই) লড়াই


ঈর্ষা! না কি প্যাঁচ?
কচুকাটা ঘ্যাঁচা ঘ্যাঁচ,
তাও বাহারী নাচ।


তিন) কারিকুরি


বাড়বাড়ন্ত পাই,
টানেতে দখল চাই,
ভোঃ কাটা সবটাই!


চার) মুক্তডানা


নিষেধ ছাড়া যায়,
আকাশে ঠিকানা চায়,
কেউ বা লটকে নেয়...
    
        (৫/৭/৫ মাত্রায়)