এক) খেলা যখন


মনন জুড়ে,
আজো ওই খেলাঘরে!
সানাইএর সুরে।


দুই) রাত নিঝুম


সজনীরে তোর,
রজনী হয়েছে ভোর-
যায়নি কেন লোর?


তিন) ধারার স্রোতে


মায়াডোর বাঁধা
ধারাপথে যায় রাধা
দেখলে বসুধা।


চার) অসীম পথে


ধূপজ্বলা ধোঁয়া
যায় না কখ‌নো ছোঁয়া,
কায়াহীন মায়া।


*** লোর> অশ্রুধারা।