ছলনা  জেনেও  পারি  না  দূরে  যেতে,
মনের  গহিনে  গোপন  বেদনা  কাঁদে।
যদি ফুল  হতাম  তবুতো  গন্ধ  পেতে,
ছলনা  জেনেও  পারি না  দূরে  যেতে।
নীলাম্বরের   মেঘে  ঢাকা  তারা  হতে,
আলোর  ঝর্ণা বিছিয়ে  রেখো ও চাঁদে,
ছলনা  জেনেও  পারি না  দূরে  যেতে,
মনের  গহিনে  গোপন  বেদনা  কাঁদে।