বিপদ আসে  বিপদ  বাড়ে
মানুষ এখন বেজায় কারে,
যখন  তখন  এমন  বিপদ
কতইবা আর বলব কারে?


জুজুর  ভয়ে বন্দী  বালক
মায়ের বুকে দুএক ঝলক,
দিন বদলের ক্লান্ত বেলায়
এখন চোখে নিথর পলক।


স্বেচ্ছাতে  তাই  নির্বাসনে
পলি পড়ে  ভাসছি  বানে,
জীবন  ছন্দ  এখন  যেন
বড্ড পানসে জীবন গানে।


*******************
*বেজায় কারে >খুব অসুবিধায়