আমার চিলেকোঠার সেই হাওয়া ঘরে-


বারোমেসে ইতিকথা সব এ ওর ঘাড়ে,
বাৎসরিক প্রভাতে যন্তর পাই না খুঁজে
হল্কা আগুন যাতে ভোরের শিশির হয়!
তবুও টিকতে গেলে মন্তর পড়তে হবে
ভেবে ভেবে একসময় ঘুমোতেও যাই।


ছাতাধরা বাদলে ঝড় ওঠে তোলপাড়
এদের এড়িয়ে পাশে তুলোর আকাশ
অথচ একটুও তুলো বরাদ্দ থাকে না।
আর শীত নিয়ে বলো কেনবা ভাবব?
মিঠে রোদ্দুরে  যখন ঘাস আর কাশ!


তবু সাপে কুণ্ডলী পাকায় সময়মতো,
মজা মেলে ঠিক যখন এ ওর ঘাড়ে।
আমার হাওয়া ঘরে গল্প ভেসে যায়-
বৃষ্টির বাদলা আকাশে ঝিঁঝির ডাকে,
বাঁচা আর মরার তলে তফাৎ অতলে।