ভেবেছিলাম মন্ত্রবলই জীবন বদলে দেবে
নাগালের বাইরে থাকা জগত - শূন্য ভেবে
কাছে যদি আনতে পারি ভিন্ন অন্য  স্বাদে
তাই ভেবেই ডুব দিলাম বেদে উপনিষদে...


ঐশ্বরীয় বহু মতবাদ ঘিরে চললো বিস্তার
আয়ু দিয়ে বাঁধতে গিয়ে এই জীবন বিহার-
শুধু আকাঙ্ক্ষা বাড়ে, শান্তি কোথাও নেই
প্রান্তিক দুটি সীমা মেলে না কোনভাবেই...


এখনো দূরে আকাশের দিকে চোখ রেখে
নিষ্পলক রুদ্ধ জলটাকে রাখলাম ঢেকে
অক্ষিবিভ্রমে ঘুরে বেড়াচ্ছে অগ্নিগোলক
জানিনা সেও হবে কিনা আকাশ চালক...


বেশ কিছু টালবাহানা দিনরাত সামলায়
একসময় সে আলো আকাশ গিলে নেয়
এখন তাই আক্ষেপকে সঙ্গী করেই ঘুরে
একা ভাবি নিকট কেনইবা সুদূর সুদূরে...