মচ্ছব লেগেছে, জোয়ারের জলে বন্যা,
পাশাপাশি দেখছি অনাহারে শিশু কন্যা...


খেদানো মজুর আদুর গায়ে, মৃতপ্রায়,
জানে না বলে ওরা শুধুই রোগ ছড়ায়...


শ্রম বেচে খাবে,কোথায়বা কলের গান?
মালিকরা সব হাতধুয়ে আজ সাবধান ...


তাতেও যারা দেখছে লক্ষ্মী অনুকূলে,
আঘাত কি আর আসবে সেই চরণমূলে?


পৈশাচিক নৃত্য চলেছে মূল বেদী ঘিরে,
এত কান্না! তবুও কেউ দেখছে না ফিরে...