দুই চোরে কথা হয়
ঠিক রাত দুপুরে,
বল তো কি পাওয়া যায়
আকাশের ওপরে?


ওমা, তাও জানিস না
আছে রাজকন্যা,
হীরে, জহরতে যার
গায়ে ডাকে বন্যা।


আয় তবে দুজনায়
সেখানেই উঠবো,
যত জহরত মেলে
দুয়ে ভাগ করবো।


টর্চ আমি জ্বেলে রাখি
আলো বেয়ে তুই ওঠ,
আলো নিভে পড়ে গেলে
পাব যে ভীষণ চোট!


এরই মাঝে বৃষ্টিটা
ভেঙে এলো দুরদার,
হলো না আকাশে ওঠা
ওরাই পগার পার।