কখনো কখনো ভালোবাসার বহুরূপীরা,
বেশ কিছুটা স্বার্থপরতার কাছে ,
নতজানু হয়ে,
দড়িটা আলগোছে খুলে দেয়,
আর ঠিক তখনই দেখি,
নররূপী নারায়নে দানবরূপী মানবতা!


তবুও নদীতে জোয়ার আসে,
অরুচিকর পরিবেশেও আশ্চর্য দহন,
মনকে যন্ত্রনায় কুড়ে কুড়ে খায়।
বাইরের আচ্ছাদন নেহাত মামুলি,
সাজসজ্জা!
চিরকালই লোক ঠকানো লজেঞ্চুস।


তারপর একদিন
হঠাৎ আলোর ঝলকানি!
দায়বদ্ধতা আবার কচুপাতায় টলটলে জলে....